বীরভূমে উদ্ধার বোমা পিস্তল কার্তুজ, গ্রেপ্তার ৩৯৯
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার
শুধু এক দিন বীরভূম জেলা জুড়ে অনুসন্ধান চলছে বোরোসর সফলতা পেল জেলা পুুলিশ। উড্ডার হোল বোমা, দেশী পস্তন এবং কার্তুজ। গ্রেপ্তার করা হয় 399 জন।
সম্প্রতি লোকসভা নির্বাচনের পরে বারবার শিরোনাম উঠে এসেছে বীরভূম। রাজনৈতিক কারণে বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে।
সম্প্রতি দু-দুই বিস্ফোরণে এই জেলায়। একটি মল্লারপুরের মেঘদূত নামে একটি ক্লাব। অপরটি লাভপুর থানার মিরবন্ধু গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র একটি অব্যাহত আবাসস্থল। বোমা মজুত থাকার ফলে এই বসফোনের মধ্যে ধারণা করা হয়।
শাসক বিরোধী উভয় দল বার বার জেল বোমা মজুদ অভিযোগ অভিযোগ আসছে। পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে কয়েকবার বোমা উদ্ধার করা হয়েছে। আবার রাতভর তল্লাশী চালিয়ে বড় বড় সাফল্য পেল পুলিশ।
বীরভূম সদাইপুর, লাভপুর, কাঁকড়াটলা, নানুর সহ ছয়টি স্থানে খোঁজা চলছে পুলিশ পুলিশ উদ্ধার করেছে 11২ টি তাজা বোমা, 9 টি পস্টল এবং কয়েকটি কার্তুজ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহ সন্দেহে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার 399 জন।