ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে পরিবেশ রক্ষার একগুচ্ছ বলিষ্ঠ পদক্ষেপ
সানাউল্লাহ আহমেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৭ জুলাই ২০১৯ রোববার
শনিবার মালদা জেলার সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে ভারত পেট্রোলিয়াল কর্পোরেশন লিমিটেড ও অফার (এনজিও) এবং পুষ্প প্রভাত পত্রিকার সম্পাদক তথা এশিয়ান মিশনের অন্যতম কর্ণধার এম আনওয়ার উল হক সাহেবের নেতৃত্বে কালিকাপুর স্মার্ট স্কুলের ছাত্র ছাত্রীরা স্বচ্ছতা-ই সেবা পক্ষিক অনুষ্ঠানে যোগ দেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন তানিয়া রহমত,প্রাক্তন শিক্ষিকা রোকেয়া চৌধুরী, ডাক্তার হাজের ইবকার, সমাজসেবী ইবতেকার সুফিসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদগণ। এশিয়ান মিশনের সম্পাদক এম আনওয়ার উল হক তুলে ধরলেন "স্বচ্ছতা-ই সেবা উদ্যোগের কারন কি? কেনবা আমরা জনস্বার্থে অর্থাৎ আগামী ভবিষ্যতের জন্য এই উদ্যোগ কতটাইবা কার্যকরী" ইত্যাদির ওপর বিশদভাবে আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনায় শিক্ষারত্ন তানিয়া রহমত তুলে ধরেন"পরিবেশের উপর প্লাস্টিকের ভূমিকা আগামী প্রজন্মের জন্য ভয়ানক যা অরন্য নিধনের যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে"।স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন "স্বচ্ছতা একটি বড় ইবাদত ও মানবকল্যাণের জন্য যথেষ্ট"।উক্ত অনুষ্ঠানে পায়ে পা মেলায় ৩৫০জন ছাত্র -ছাত্রীসহ অসংখ্য অভিভাবক ও গ্ৰামের বাসিন্দাগণ। এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিশেষে ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়িয়ে এলাকার আবর্জনা পরিষ্কার করা হয়। সূত্রের খবর রবিবার ৭ই জুলাই সিলামপুর ওয়েলফেয়ার সোসাইটি ও কালিয়াচক মাইনোরিটি কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি জন উদ্যোগে শেরশাহী মারুপুর দ্যা নোবেল অ্যাকাডেমি ও রুপান্তর শিশু অঙ্গন স্বচ্ছতা-ই সেবা অনুষ্ঠানে পূর্ণ নেতৃত্ব দিবেন এশিয়ান মিশন।