সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধর্মতলায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ডুয়ার্সে মিছিল

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৫ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

হেডিংঃ ধর্মতলায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ডুয়ার্সে মিছিল। 
সংবাদদাতা, মালবাজার, ৬ জুলাই

 এস এস কে, এম এস কে,মাদ্রাসা ও কর্মী সুপারভাইর রদেরস্কুল বোর্ডের অধীনে আনার দাবীতে কলকাতার ধর্মতলায় অবস্থান চলছিল। 
শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে পুলিশ শুক্রবার লাঠি চালায়। 
এই ঘটনার প্রতিবাদে শনিবার ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ মিছিল করে। এদিন নাগরাকাটায় প্রবল বর্ষন উপেক্ষা করে শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ মিছিল করেন। মিছিল শুরু নাগরাকাটা আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র থেকে। শহর পরিক্রমা করে মিছিল বিডিও অফিসে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষা কর্মীরা বিক্ষোভ দেখায়। মিছিলের নেতৃত্ব দেন রাম সিং, নিবেদিতা সরকার, সুপ্রিয়া রায় প্রমুখ। বিক্ষোভের আঁচ পেয়ে সর্বত্র পুলিশি তৎপরতা শুরু হয়। মাল মেটেলি নাগরাকাটা বিডিও অফিসে পুলিশ মোতায়েন করা হয়। যদিও মালবাজারে বিক্ষোভ হিয়নি।