ছয় মাসেই ভেঙ্গে পড়লো ব্রিজ,ওভারশিয়রকে ঘিরে বিক্ষোভ বীরভূমে
নয়ন দাঁ, দুবরাজপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি হওয়ায় ভেঙে পড়ল সেই ব্রিজ ।ঘটনাটি ঘটেছে বীরভূমের পদুমা পঞ্চায়েতের গোগা গ্রামের । ২০১৮ সালের ২৯ শে মার্চ এই ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল। শেষ হয়েছিল ৩০ শে মার্চ ২০১৯ সালে। কিন্তু ছয় মাস যেতে না যেতেই ভেঙে পড়ল ব্রিজ টি। গ্রামবাসীদের যাতায়াতের এক মাত্র মাধ্যম ছিল এই ব্রিজটি । ব্রিজটি ভেঙে যেতেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওভারশিয়ার কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান শুক্রবার। তার গাড়ি আটকে রাখে বেশ কিছুক্ষণ ধরে। গ্রামবাসীদের প্রশ্ন এই কয়েক মাসের মধ্যে কি করে এই ব্রিজ টি ভেঙে পড়ল ? তাহলে কি নির্মাণ সামগ্রী খারাপ ছিল । এই নিয়ে বিক্ষোভ শুরু হয় ।পরবর্তীকালে ওভারশিয়ার ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বললে জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং গাড়ি আটকে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ওই ওভারশিয়ার আশ্বাস দিয়েছে ব্রিজটির যে অংশ ভেঙে গিয়েছে তা পুনরায় তিনি নির্মাণ করে দেবেন।