শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রসগোল্লা’র অভিষেক!

বিনোদন প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

এই সময়ের সংগীতশিল্পী আরমান আলিফ। যার গ্রহণযোগ্যতা এখন মিউজিক ভিডিওতে। তারই ধারাবাহিকতায় এই তরুণ শিল্পীকে ঘিরে এবার ঘটলো নতুন কিছু। ‘রসগোল্লা’ নামের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের অভিষেক ঘটলো আরমান আলিফের মধ্য দিয়ে।
১ নভেম্বর ডিজিটাল সল্যুশানের উদ্যোগে তৈরি ভিডিও শেয়ারিং সাইট ‘রসগোল্লা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো আরমান আলিফের নতুন গান ‘আমার আমার লাগে’।
গানটির কথা ও সুর তৈরি করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। রোমান্টিক ঘরানার এই গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন শান, শৌমি, আনোয়ার, শামীম, পূর্ণিমা প্রমুখ।
আরমান আলিফের গান দিয়ে ‘রসগোল্লা’র অভিষেক প্রসঙ্গে ডিজিটাল সল্যুশানের কর্ণধার আমিনুল ইসলাম শামির বলেন, ‘আরমান আলিফ এখন আলোচিত। তাই তার গান দিয়েই রসগোল্লার শুরুটা করি। ভালো সাড়া পাচ্ছি গানটি প্রকাশের পর। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি সপ্তাহে একটি করে নতুন মিউজিক ভিডিও উপহার দেওয়া।’
এদিকে আরমান আলিফ বলেন, ‘এটা তো আমার জন্য আনন্দের সংবাদ। আমার গান দিয়েই একটি প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। রসগোল্লার জন্য অনেক শুভকামনা।’