সেভকের পাহাড়ে ধস ডুয়ার্স - শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন
সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
বর্ষা শুরু হতেই সেভক পাহাড়ে ধস পড়া শুরু হলো। বেশ কয়েক ঘন্টা বন্ধ রইল ৩১ নম্বর জাতীয় সরক। শিলিগুড়ির সাথে ডুয়ার্সের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা রইল শুক্রবার সকাল থেকে।
বৃহস্পতিবার রাতে পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়। তার জেরেই শুক্রবার সকালে সেভক করনেশন সেতুর কাছে বিশাল ধস পড়ে। বড় বড় পাথর পড়ে জাতীয়সরক অবরুদ্ধ হয়ে যায়। দুদিকে আটকা পড়ে অনেক যানবাহন। অনেকে গজালডোবা হয়ে যাতায়াত শুরু করে। কেউ কেউ পায়ে হেটে ধস পেড়িয়ে যাতায়াত শুরু ক। জাতীয়সরক কর্তৃপক্ষ দ্রুত ধস সরিয়ে চলাচল স্বাভাবিক করতে তৎপর হয়। কিন্তু, মাঝেমধ্যে বৃষ্ঠির জন্য কাজে বিঘ্ন হতে থাকে। পরে জেসিবি মেসিন দিয়ে ধস সাফাই শুরু হয়। দুফুরের পর খানিক ধস সাফাই হওয়ার পর যাতায়াত স্বাভাবিক হয়।
সেভক পাহাড়ের এই সমস্যা বহু বছর ধরে চলছে। বর্ষাকালে মাঝেমধ্যে এই ধসের জেরে রাস্তা বন্ধ থাকে। এজন্য আবারও তিস্তার উপর দ্বিতীয় একটি সেতু নির্মানের দাবী ওঠে।