তিস্তায় উদ্ধার ৮০ কেজির বাঘা আড় মাছ
সংবাদদাতা, মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৫ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
নেহাতই গল্পগাথা নয়, একেবারে সত্য ঘটনা। তিস্তার স্বাদু জলে শুক্রবার দুফুরে উদ্ধার হলো ৮০ কেজি ওজনের বাঘা আড় মাছ।
এখন ভরা বর্ষা। তিস্তা ব্যারেজ ভাটি এলাকায় জলে টইটুম্বুর। এই জলেই সকাল দুফুর রাতে জাল ফেলে মাছ ধরে। সেই তাজা মাছ চলে যায় শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায়। শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো মিলন পল্লী এলাকায় তিস্তার জলে জাল ফেলেছিল একাধিক মৎসব্যবসায়ী। কেউ বরোলি, কেউ ছোট মাছ ধরছিল। সকাল ১১ টা নাগাদ এক মৎস ব্যবসায়ী তার ফেলা জাল তুলতে যায়। টেনে আর তুলতে পারেনা। হটাৎ লক্ষ্য করে তার জালে আটকা পড়েছে এক বিশালকায় মাছ। মাছটি জাল ছিড়ে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই দেখে অন্যান্য মৎসজীবিরা এগিয়ে আসে। সবাই মিলে জলে নেমে দড়ি দিয়ে বেধে অগভীর জলে নিয়ে আসে। তখন সবাই বুঝতে পারে এটা বাঘার বা মহাশোল নয়, এটা বাঘা আড় মাছ। পাড়ে এনে ওজন করলে দেখা যায় ওজন প্রায় ৮০ কেজি। স্থানীয় ব্যবসায়ী সুবল বালা বলেন, এর আগে বড় বড় শোল বা বাঘার মাছ পাওয়া গেছে। কিন্তু, এত বড় আড় মাছ ধরা পড়েনি। এত বিশালদেহী মাছ দেখতে ভীর জমে যায়। খবর পৌঁছে যায় শিলিগুড়ির মৎস ব্যবসায়ীদের কাছে। তারা খোজখবর শুরু করে। এখন দেখার কোন বাজারে ওঠে এই মাছ। কোন কোন মৎস পিপাসুদের কপালে জোটে এই মাছের স্বাদ নেওয়া।