বিভিন্ন দাবী নিয়ে ট্রাক মালিকদের সংগঠন রাস্তায় নামতে চলেছে
সংবাদদাতা, মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১২ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার
পন্য পরিবহন ব্যবসায় রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে ফেডারেশনের অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর এসশিয়েশন। আগামী ১০ জুলাই রাজ্যে ২৩ টি জেলায় দুফুর ১২টা থেকে ২টা পর্যন্ত পথ অবরোধ চলবে। শুক্রবার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সংগঠনেট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার প্রতিনিধিরা এক সভায় মিলিত হন। সভার শেষে সংগঠনের রাজ্য সম্পাদক সুভাস বসু এই আন্দোললনের কথা ঘোষণা করেন। জা নান আগামী ২৩ জুলাই আমাদের দাবি নিয়ে রাজ্য পালের সাথে দেখা করব। সংগঠনের যুগ্ম সম্পাদক সজল ঘোষ বলেন, রাজ্যে এই মুহুর্তে ৭ লক্ষ ট্রাক পন্য পরিবহনের কাজ করে। প্রায় এক কোটি মানুষ এর উপর নির্ভরশীল। অথচ রাজ্য সরকার আমাদের প্রতি উদাসীন। একাধিক বার পরিবহন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে স্মারক লিপি দেওয়া হয়েছে। কোন কাজ হয়নি। আমাদের উপর ক্রমাগত পুলিশের জুলুম বাড়ছে, মোটর ভেইকেল দপ্তর নানা ভাবে নাকাল করে, পন্য পরিবহনের ক্ষেত্রে নতুন করে এক্সেল লোড চালু করা। থার্ড পার্টি ইন্সুইরেন্স ক্ষেত্রে টাকার পরিমাণ কমানো হয়েছে। আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামতে চলছি। আগামী দিনে রাজ্যের ৭ লক্ষ ট্রাকের সাথে যুক্ত কোটি খানেক মানুষ আন্দোলনে নামবে।