শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারঘেরায় উদ্ধার হলো বিশালকায় ১৭ ফুট লম্বা অজগর

সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

 বৃহস্পতিবার সকালে মাল ব্লকের তারঘেরা বনাঞ্চল সংলগ্ন বনবিভাগের একটি কাঠের ডিপো থেকে উদ্ধার করা হয় বিশালকায় ১৭ ফুট লম্বা অজগর। বনকর্মীদের থেকে জানাগেছে, এদিন সকালে কয়েকজন বনকর্মী তারঘেরা ডিপোতে কাজ করছিল। সেই সময় তারা ছাগলের চিৎকার শুনতে পায়। কাছে গিয়ে দেখে এক বিশালদেহী এক অজগর ছাগলটিকে পেঁচিয়ে ধরেছে। তাতেই ছাগলটি চিৎকার করছে। এরপর বনকর্মীরা ছাগলটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। একাজে গিয়ে অজিত শৈব নামের এক বনকর্মী আহত হয়। তারপর অনেকক্ষন চেষ্টার পর বনকর্মীরা ছাগলটিকে ছাড়িয়ে অজগরটিকে খাঁঁচা বন্দী করতে সক্ষম হয়। পরে সাপটিকে গভীর জঙ্গলে ছেরে দেওয়া হয়। বনকর্মীরা জানান, এতবড় অজগর এর আগে দেখা যায় নি ।