মালে বিপুল উদ্দিপনার সাথে রথযাত্র পালিত শুরু সাপ্তাহিক রথ
সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
চিরাচরিত ঐতিহ্য ও ধর্মীয় রীতি মেনে উদ্দিপনার সাথে মালবাজার শহর সহ আশেপাশের এলাকায় জগ্ননাথদেবের রথযাত্রা উৎসব পালিত হলো। এরসাথে শুরু হলো সাপ্তাহিক রথমেলা।
মালবাজার শহরে রথযাত্রা উৎসব ও রথমেলা বহু পুরানো। গত শতকের পাঁচের দশকের প্রথমদিকে মালবাজার শহরে প্রয়াত সুরথ চৌধুরী রথযাত্রা উৎসব ও রথমেলার সূচনা করেন। তারপর ১৯৭৮ সালে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হওয়ার পর মাল গ্রাম পঞ্চায়েত এই রথমেলা পরিচালনার ভার তুলে নেয়। ১৯৯০ সালে পৌরসভা গঠিত হওয়ার পর থেকে পৌরসভা এই উৎসব পরিচালিত করে আসছে।
সেই সুত্রে বৃহস্পতিবার সকালে ৪ নম্বর রথ বাড়িতে ধর্মীয় রীতি মেনে জগ্ননাথদেবের পূজা হয়। তারপর যথারীতি রথ টেনে নিয়ে যাওয়া হয় কলোনির মাঠে। রথের রসিতে টান দিতে কয়েশ মানুষ সমবেত হয়।
একই ভাবে চালসায় সীতারাম দাস গবিন্দ মন্দির এলাকায় রথযাত্রা উৎসব ও রথমেলার সুচনা হয়। নাগরাকাটা, মেটেলি ওদলাবাড়ি সর্বত্র রথযাত্রা উৎসব পালিত হয়।