শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সকলের সাথে রথযাত্রা সামিল হন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

 


 


হাজার হাজার মানুষের মাঝে থেকে আজ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিঞ্জ এর মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রায় সকলের সাথে দড়ি  টেনে রথ  টানলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি কার্তিক চন্দ্র পাল। উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় আজ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে মহা ধুমধামের সঙ্গে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রথযাত্রা তাই প্রতিবারের মতো এবারও এই দিনটিকে কোনভাবে মিস করতে চাননা সাধারণ মানুষরা প্রচুর ভক্ত বৃন্দের সমারোহে আজ এই নাট মন্দির চত্বর যেন হয়ে উঠেছে মহামিলন ক্ষেত্র। সব ধর্ম বর্ণ জাতি ভেদ কে উপেক্ষা করে এই রথযাত্রা প্রচুর মানুষ উপস্থিত হয়েছিল। সকলের সাথে এদিন রথযাত্রা সামিল হন ওর প্রতি নিজেই। কখনো তাকে দেখা যায় মাথায় জগন্নাথ দেব কে নিতে কখনো বা আবার চিনি কলা বাতাসা নিয়ে জগন্নাথ দেবের দিকে তাক করে ছুড়তে। কখনো বা আবার রথের মেলায় ঐতিহ্যবাহী  নটকন ফল হাতে নিয়ে সকলের মাঝে বিলোতে। আর পাঁচটা দিনের চেয়ে একদমই আলাদা রকম ভাবেই ।হাজার হাজার মানুষের সামনে তিনি আজকে আবেগে ভেসে যান। এক সাক্ষাৎকারে পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন, ছোটবেলা থেকেই এই ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রথযাত্রা তিনি শামিল থাকেন।