শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবার লোকালয়ে হাতির তান্ডব ভাংচুর রিসোর্ট ও কম্যুনিটি হলে

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

হেডিংঃ আবার লোকালয়ে হাতির তান্ডব ভাংচুর রিসোর্ট ও কম্যুনিটি হলে

বুধবার রাতে আবার বুনো হাতির তান্ডবে ভাঙ্গা পড়ল একটি রিসোর্ট ও এক কম্যুনিটি হল। ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের ধুপঝোড়া এলাকায়। 
স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার রাত ১২ টা নাগাদ পাশের গরুমারা বনাঞ্চল থেকে এক বুনো দাঁতাল হাতি স্থানীয় ডাক্তারপাড়া এলাকায় প্রবেশ করে তান্ডব শুরু করে। প্রথমে একটি কম্যুনিটি হলে তান্ডব করে গ্রিল ও জানালা ভেঙে দেয়। ওই কম্যুনিটি হলে একটি অঙ্গনওয়ারি কেন্দ্র ও শিশুশিক্ষা কেন্দ্র পরিচালিত হতো। এরপর হাতিটি চলে যায় মুর্তি নদীর ধারে এক রিসোর্টের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢোকে। তারপর রান্নাঘর ভেংগে তছনছ করে। আসবাব পত্র গুড়িয়ে দেয়। সেখানে কিছু না পেয়ে কয়েকটি কাঠালগাছ থেকে কাঠাল পেড়ে খায়। তারপর এদিকওদিক করে আবার বনে ফিরে যায়। এই ঘটনার পর ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।