উপস্বাস্থ্য কেন্দ্রের আবাসনে বিস্ফোরণ বীরভূমে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
আবারও বিস্ফোরণ ঘটলো বীরভূমে। বৃহস্পতিবার ভোরে বীরভূমের লাভপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যাক্ত আবাসনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
২০১৭ সালেও লাভপুরে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র দিন দুই আগে মল্লারপুরের ক্লাবে বোমা বিস্ফোরণের রেশ না কাটতেই ফের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার ভোরে লাভপুরের দাঁড়কা উপস্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত আবাসনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতার জেরে আবাসনটির একদিকের দেওয়াল সম্পুর্ণ ভেঙ্গে পড়ে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কংক্রিটের টুকরো। পুলিশ ক্যাম্প থেকে নামমাত্র দুরে অবস্থিত এই উপস্বাস্থ্য কেন্দ্রে বিস্ফোরণ কিভাবে হল তা পুলিশ তদন্ত করছে।