চার দফা দাবি নিয়ে ডুয়ার্সে শুরু হলো চা-শ্রমিকদের গেট মিটিং
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১৫ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
চার দফা দাবি নিয়ে ডুয়ার্সে শুরু হলো চা-শ্রমিকদের গেট মিটিং।
সংবাদদাতা, মালবাজার, ১ জুলাই
চারদফা দাবী আদায়ের লক্ষে উত্তর বাংলার একাধিক শ্রমিক সংগঠন গুলির যৌথ মঞ্চের আহ্বানে সোমবার সকালে ডুয়ার্সের বিভিন্ন চাবাগানে গেট মিটিং করা হয়। ২০১৫ সাল থেকে ডুয়ার্সের চা শ্রমিকরা নুন্যতম মজুরীর দাবীতে আন্দোলন করে আসছে। সেই মজুরি কার্যকর করতে সরকারি ভাবে একটি কমিটিও গঠিত হয়। কিন্ত্য, আজও নুন্যতম মজুরী ঘোষণা হয়নি। র্যাশন বাবদ নগদ পাওনা সর্বত্র কার্যকর হয়নি। এছাড়াও চাবাগানে শ্রমিকদের জমির পাট্টা ও বন্ধ চাবাগান খোলা অধরা থেকে গেছে। মুলত এই চারটি দাবি আদায়ের লক্ষে সোমবার সকালে নাগরাকাটা, নয়াসাইলি, ভগতপুর, বাতাবাড়ি সহ বেশকিছু চাবাগানে গেট মিটিং করা হয়। শ্রমিক নেতারা দাবী বিষয় নিয়ে শ্রমিকদের কাছে বক্তব্য রাখেন। এই দাবী কার্যকর করতে আগামী দিনে আন্দোলনে নামার কথা জানান। কিছু চাবাগান সোমবার বন্ধ থাকে সেখানে মঙ্গলবার এই গেট মিটিং হবে। এই চারদফা দাবি আদায়ের লক্ষে আগামী ১৫ জুলাই মালবাজার, নাগরাকাটা, চলসা সহ বিভিন্ন এলাকায় মিছিল করা হবে বলে জানাগেছে।