অনূর্ধ্ব-১৫ সাফ শিরোপা বাংলাদেশের ঘরে
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে নিলো বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকে ৩-২ গোলে পরাজিত করে মেহেদী-রাজনরা।
সেমি ফাইনালের মতো আজকের ম্যাচেও নায়ক গোলরক্ষক মেহেদী হাসান। আজও মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। আর তার বীরোচিত পারফর্মেন্সেই সাফ শিরোপা জিতে নিলো বাংলাদেশ। পাকিস্তানের তিনটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে একাই ম্যাচ বের করে নিয়ে আসলেন এই তরুণ তুর্কি!
ম্যাচের শুরুতে ২৪ মিনিটে কর্নার কিক থেকে বাংলাদেশ এগিয়ে গেলেও বিরতির পর সমতায় ফেরে পাকিস্তান। তারপর একের পর এক আক্রমণ চললেও কেউই পায়নি কাঙ্খিত গোলের দেখা। তাই ১-১ এ সমতায়ই টাইব্রেকে যায় ম্যাচ। আর সেমিতে ভারত বধের নায়ক গোলরক্ষক যেন এ ম্যাচেও আগের মহিমায়। ঠেকিয়ে দেন পাকিস্তানি যুবাদের তিন তিনটি পেনাল্টি শট। মাত্র আড়াই মাসের প্রস্তুতি আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের যুবারা। আর এ সাফল্যে বাফুফে কর্মকর্তাদের এক প্রকারে নিজেদের সামর্থ্যই জানান দিলো আনোয়ার পারভেজের শিষ্যরা।