মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংলাপ চেয়ে চিঠি দেবে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স

মাহমুদুল আলম

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেবে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স। এরইমধ্যে দুটি জোটের সঙ্গে সংলাপ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে এলায়েন্সের সমন্বয়ক দৈনিক জাগরণকে এই তথ্য জানান।

সমন্বয়ক ও সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চেয়ে আমরা চিঠি দেব। আমরা চিঠি প্রস্তুতও করেছি। চিঠি দেয়ার জন্য সময় চেয়ে আজই যোগাযোগ করব। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, ওই দিনই আমরা সংলাপে বসতে প্রস্তুত।

সমমনা ১৭টি দল নিয়ে গঠিত এই এলায়েন্সের চেয়াম্যান মিছবাহুর রহমান চৌধুরী। যিনি বাংলাদেশ ইসলামি ঐক্যজোটেরও চেয়ারম্যান। আর সমন্বয়কের দায়িত্বে থাকা এম এ আউয়াল এলায়েন্সের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ নভেম্বর থেকে সংলাপ শুরু করেছে সরকার। প্রথম দিনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গণভবনে (প্রধানমন্ত্রীর বাসভবন) অনুষ্ঠিত এই সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের ২৩ জন এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মোট ২০ জন অংশ নেন।

পরদিন গতকাল ২ নভেম্বর শুক্রবার গণভবনে সংলাপে বসে যুক্তফ্রন্ট। এতে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যুক্তফ্রন্টের ২১ সদস্যের নেতৃত্ব দেন জোটপ্রধান ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আগামী ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়ে গণভবনে সংলাপে অংশ নেবে বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট- ইউএনএর নেতারা। এর নেতৃত্বে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যানে এইচ এম এরশাদ।