সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় মিছিল বাম শ্রমিক সংগঠনের

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় মিছিল বাম শ্রমিক সংগঠনের।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় মিছিল বাম শ্রমিক সংগঠনের। দাবি গুলির হল
ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহার, সমকাজে সম বেতন, যেকোনো সময় চাকুরি থেকে ছাঁটাই বন্ধ সহ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলনে সামিল হলেন ঔষধ ও পণ্য বিপণন প্রতিনিধিদের সংগঠন। শনিবার সন্ধ্যায় মালদা শহরে একটি মিছিল বের করা হয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এণ্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে। এই সংগঠনটি সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত। এই মিছিলে অংশ নেন জেলা সিপিএমের নেতা কৌশিক মিশ্র। তিনি বলেন, ঔষধ ও পণ্য বিপননের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি অনেক আগে থেকেই উঠেছে। বিপণনের উপর ভিত্তি করে তাঁদের বেআইনিভাবে বদলি বা ছাঁটাই করা বন্ধ করার দাবী তুলেছি আমরা। একই সাথে, জীবনদায়ী ঔষধের উপর থেকে জিএসটি প্রত্যাহার, রাষ্ট্রায়ত্ত ঔষধ কোম্পানিগুলির পুনরুজ্জীবনের দাবিও করা হচ্ছে। তিনি বলেন, দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করানো যাবে না মেডিক্যাল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের। মহিলা ফিল্ড কর্মীদের ২৬ সপ্তাহের মাতৃত্ব কালীন ছুটির দাবীও তোলা হয় এদিনের মিছিল থেকে ডব্লুবিএমএসআরইউ নেতৃত্ব বলেন, এই সব দাবী পূরণ না হলে আগামিটে বড়ড়ীহোট্টোড় আন্দোলনে সামিল হবেন তাঁরা।