চুরির অভিযোগে প্রাণ হারালো এক মুসলিম যুবক
হাসান মোমিন । কালিয়াচক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার
এ যেনো এক বিভীষিকা .....
প্রায়শই , সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে , কিছু ভন্ড ধর্মানুরাগি ভিন্নধর্মী সংখ্যালঘু অসহায়দের জোর করে " ধর্মীয় স্লোগান " বলতে বাধ্য করে । এবং তাদের উগ্র মানসিকতা একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে ।
এই সব ঘটনার মাঝেই বাদ পড়ে যায়নি মালদা জেলার কালিয়াচক সংলগ্ন বৈষ্ণবনগর থানা ।ইতিমধ্যেই , বৈষ্ণবনগর থানার গণধোলাই এর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওটিতে দেখা যায় উত্তপ্ত ভিড়ের মধ্যে মোটর সাইকেল চুরির অভিযোগে এক মুসলিম যুবক কে বেধড়ক মারধর করা হচ্ছে । সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকটিকে মারতে বারণ করলেও কিন্তু তাকে বাঁচানোর কোনো চেষ্টা করেন নি।
উক্ত ঘটনাটি বাংলার ইতিহাসে ঘটে যাওয়া বিশ্বাসের হৃৎপিণ্ডে তীর বিধে যাওয়া এক আশ্চর্য জনক ঘটনা যা বলা যেতেই পারে--"বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের পর, ইংলিশ লর্ড তার ডায়েরীতে লিখেছিলো, যেদিন আমরা নবাব সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলাম! সেদিন যতজন বাঙ্গালী দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখছিলো, তারা যদি একটি করে ছোট পাথর নিয়ে, আমাদের তাড়া করতো, আমরা হেরে যেতাম! বাঙ্গালী ঐতিহাসিকভাবেই একটি তামাশা দেখা জাতী ।"
ভিডিওটিতে আরও লক্ষ করা যায় , এক ব্যক্তি আইনের তোয়াক্কা না করেই হাতে কাঠের লাঠি দিয়ে বারবার ওই যুবক কে আঘাত করছে । এবং তাকে ইচ্ছে মতো মাটিতে ফেলে মারা হচ্ছে ।
আশঙ্কা জনক অবস্থায় ওই যুবককে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দীর্ঘ তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ২৯ শে জুন মৃত্যুর কাছে হেরে যায় যুবকটি ।
জানা গেছে মৃত যুবকের নাম সানাউল শেখ তার বাবার নাম শারিফ শেখ। মালদা জেলার বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকার বাসিন্দা ।