শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুনো হাতির হানায় সর্বসান্ত পরিবার

সংবাদদাতা, মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

 

 

 একেই বলে মরার উপর খারার ঘা। একই বাড়িতে এক মাসের মধ্যে দুবার বুনো হাতির হানায় পরিবার সর্বোসান্ত হলো ওই পরিবার। ঘটনাটিঘটেছে মেটেলি ব্লকের বড়দীঘি চাবাগানে। জানাগেছে,শুক্রবার রাত ১১ টা নাগাদ পাশের গরুমারা বনাঞ্চল থেকে এক বুনো হাতি চাবাগানের ধোবি লাইন শ্রমিক বস্তিতে প্রবেশ করে তান্ডব শুরু করে। হাবিল হোরোর নামের এক চা-শ্রমিকের ঘর ভেঙে তছনছ করে দেয়। ঘরে রাখা চাল আটা আনাজপাতি সাবার করে। আসবাবপত্র, তৈজসপত্র ভেঙে চুরমার করে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, এই বাড়িতে দিন কুড়ি আগে হাতি হানা দিয়েছিল। তখন পঞ্চায়েত থেকে সাহায্য করা হয়েছিল। আবার তছনছ করেছে। এবারও পঞ্চায়েত থেকে সাহায্য করা হবে।