মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

লক্ষ্মীপুরে গ্রাম্য সালিশে চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে মারধরের ঘটনায় রকি নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।  নিতহ রকি একই ওয়ার্ডের মো. তহির আহেম্মেদের ছেলে।

স্থানীয়রা জানান, রকি শ্রমিক হিসেবে কাজ করতেন।  এর আগে তার বিরুদ্ধে চুরি বা অন্য কোন অপরাধের অভিযোগ ছিল না।  চোর অপবাদ দিয়ে তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। 

চুরির ঘটনা সম্পর্কে জহিরের ভাই শামীম জানান, গত বৃহস্পতিবার রাতে ৩ নং ওর্য়াডের জহিরের ঘরে চুরি হয়। কে বা কারা তার ঘর থেকে নগদ ৭ হাজার টাকা এবং টিভি চুরি করে নিয়ে যায়।  এ ঘটনায় শুক্রবার রাতে জহিরের বাড়িতে রকি ও তার বন্ধু কাউছারকে ধরে এনে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে সালিশ বসানো হয়।

সালিশে রকি ও তার বন্ধু কাউছারকে মারধোরসহ আর্থিক জরিমানা করা হয়।  এই অপবাদ সইতে না পেরে রকি শুক্রবার রাতেই বিষপান করে।  পরে তার স্বজনেরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজুল হাসান টিপু বলেন, সালিশে রকি ও কাউছারকে ২-১টা চড় দেওয়া হয়।  এ সময় তাদের পরিবারের সদস্যরা চুরি হওয়া টিভি ক্রয় অথবা মূল্য পরিশোধ করে দেয়ার কথা দেয়।  পরে তাদের দুজনকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।  সালিশে অমানবিক কিছুই হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. মতিন জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।