রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই

হক জাফর ইমাম । মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

 

টোটো যানজট রুখতে মালদা জেলা প্রশাসনের কড়া দাওয়াই। শনিবার টোটো যানজট রুখতে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে আলোচনা সভা করা হয়। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর, মালদা ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর অম্লান ভাদুড়ী, জেলার আরটিও আধিকারিক সহ জেলা প্রশাসনিক কর্তার।
উল্লেখ্য গত শুক্রবার, টোটো চালকদের উপর পুলিশী হয়রানির প্রতিবাদ এবং ইংরেজবাজার পৌরসভার নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে  ১২ ঘণ্টা টোটো বন্ধ রেখে বিক্ষোভ দেখান পরে মালদা জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা করেন টোটো চালক ও মালিকরা।এই দিনের আলোচনা সভার আলোচনা সম্পর্কে মালদার জেলাশাসক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শহরের যানজট সম্বন্ধে আলোচনা হয়েছে, জেলার টোটো গাড়ি কে ই রিকশা তে রূপান্তরিত করার কথা ও আলোচনা করা হয়েছে, পুরাতন টোটো গাড়ি কে জেলা প্রশাসন থেকে সময় দেওয়া হবে ই রিকশা তে রূপান্তরিত করার জন্য। আলোচনা সম্বন্ধে মালদা ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন জেলার যানজট নিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে একটি মিটিং ডাকা হয়েছিল এই মিটিংয়ে জেলার টোটো নিয়ে আলোচনা করা হয়, টোটো চালক দের সময় দেওয়া হবে ই রিকশা তে রূপান্তরিত করার জন্য, টোটো কোন মতেই ৩৪ নম্বর জাতীয় সড়কে চালানো যাবে না, নতুন করে এখন ই রিক্সা বিক্রি বন্ধ করা। নতুন করে টোটো কিনে চালানো যাবে না পুরাতন টোটো যা আছে কিভাবে ই রিকশা তে রুপান্তরিত করা হবে সেগুলি নিয়েই আলোচনা করা হয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যেই সম্পূর্ণ টোটো ই রিকশা তে রুপান্তরিত করতে হবে। তার সাথে যে গুলি গাড়ি ধরা হয়েছে অতিসত্বর ছেড়ে দেওয়ার অনুরোধ আমরা জানিয়েছি জেলা প্রশাসনের কাছে।