ভারি গাড়ি চলাচলে রাস্তা বেহাল বিক্ষোভ দেখিয়ে স্মারক লিপি
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৩ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
ভারি গাড়ি চলাচলে রাস্তা বেহাল বিক্ষোভ দেখিয়ে স্মারক লিপি।
১৮ থেকে ২২ চাকার পণ্যবাহী ট্রাক ৫০ থেকে ৬০ টন মাল নিয়ে চলাচল করে। তাতেই রাস্তা ক্ষতবিক্ষত। বেহাল রাস্তায় বর্ষার জল জমে তৈরি হয়েছে মরনফাঁদ। স্থানীয় লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা শুক্রবার ভারি ট্রাক আটকে বিক্ষোভ দেখায়। পরে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্মারক লিপি জমা দেয়। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি থেকে গজালডোবা গামী রাজ্য সরকের উপর। স্থানীয় লোকজন জানায়, রাত হলেই পণ্যবাহী ভারি গাড়ি একের পর এক চলাচল শুরু করে। রাস্তা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। অনেক ছোট গাড়ি চলাচল করে। রাস্তা বেহাল থাকায় তাদের অসুবিধা হয়। অবিলম্বে এই ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হোক। এই দাবীতে গতকাল রাতে চলাচল করা ভারি গাড়ি গুলিকে আটকে দেয়। আজ ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্মারক লিপি জমা দিয়ে পুর্ত দপ্তরের কাছে প্রধানের মাধ্যমে নিষেধাজ্ঞার দাবি করে।
প্রধান মধুমিতা ঘোষ বলেন, আমি এই দাবীর কথা জলপাইগুড়ি পুর্ত দপ্তরের কাছে জানাব। তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।