হাতির হানায় জখম ব্যাক্তির চিকিৎসার দাবীতে বিট অফিসে বিক্ষোভ
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৬ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
হেডিংঃ হাতির হানায় জখম ব্যাক্তির চিকিৎসার দাবীতে বিট অফিসে বিক্ষোভ।
হাতির হানায় জখম ব্যাক্তির চিকিৎসার দাবীতে বনবিভাগের বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো নাগরাকাটা ব্লকের সুখানীবস্তীর বাসিন্দারা। পাশাপাশি ক্ষতিপূরনের দাবীও জানায়।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে চাপরামারি বনাঞ্চল থেকে এক বুনো দাঁতাল জলঢাকা নদী পেরিয়ে সুখানী বস্তীতে ঢুকে তান্ডব শুরু করে। খাবারের খোঁজে সুনীল সাওতালের বাড়ির দেওয়াল ভাঙে। সেই সময় সুনীল সাওতাল দেওয়ালের পাসে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন
দেওয়াল তার উপর পড়ে। তার মুখ ও হাতে চোট লাগে। সেই অবস্থায় কোনক্রমে পালিয়ে বাঁঁচে। হাতি তার ঘর লন্ডভন্ড করে ধান চাল খেয়ে চলে যায়। এরপর হাতি অমর বাহাদুর কার্কির বাড়ি ভেঙ্গে ধান খায়। একই ভাবে আরও ৫ বাড়ি তছনছ করে আবার বনে ফিরে যায়। হাতির তান্ডবের সময় বনবিভাগে খবর দিলেও কেউ আসেনি বলে অভিযোগ।
এই অভিযোগে শুক্রবার সকালে সুখানী বস্তীর বাসিন্দারা নাগরাকাটা বিট অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই ঘর ভাঙার ক্ষতিপুরন ঠিক মতো পাওয়া যায় না। তার উপর চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না। এটা বনবিভাগের করার কথা। অথচ তারা উদাসীন থাকে।
এনিয়ে বনকর্মীরা জানায়, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপুরন পায়। আহত ব্যাক্তির সরকারি হাসপাতালে চিকিৎসা করা হবে।