সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত স্কুটি চালক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

ট্রাক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত স্কুটি চালক। 


ট্রাক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল স্কুটি চালকের। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায়। এই দিনের পথ দুর্ঘটনাকে ঘিরে ঘটনাস্থলে  ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বাসিন্দারা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে বামনগোলা থানার পুলিশ এসে অবরোধ তুলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃত স্কুটি চালকের নাম ভবানী মন্ডল (২৫)। তার বাড়ি বামনগোলা ব্লকেরই জগদলা গ্রাম পঞ্চায়েতের জেটুইল গ্রামে।
স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল চারটা নাগাদ চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের দিক থেকে একটি ট্রাক যাচ্ছিল। উল্টো দিক থেকে স্কুটি চালিয়ে আসছিলেন ভবানী মন্ডল নামে ওই যুবক। চাঁদপুরের তেলিপাড়া গ্রামে ওই স্কুটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্কুটি চালক ভবানী মন্ডলের মৃত্যু হয়। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তেলিপাড়া গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। তাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ট্রাক চলাচল করে। কিন্তু তা নিয়ন্ত্রণে পুলিশের কোন উদ্যোগ নেই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বামনগোলা থানার পুলিশ। বাসিন্দাদের বুঝিয়ে তারা পথ অবরোধ তোলে। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও খালাসী পলাতক।