বাড়ির ছাদে বিদ্যুতের শক লেগে জখম তিন রাজমিস্ত্রী
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
হেডিংঃ বাড়ির ছাদে বিদ্যুতের শক লেগে জখম তিন রাজমিস্ত্রী।
সংবাদদাতা, মালবাজার, ২৭ জুন
বাড়ির ছাদের নির্মাণ কাজ করার সময় বিদ্যুতের তারের শক লেগে মারাত্মকভাবে জখম হলো তিন রাজমিস্ত্রী। বর্তমানে তিনজনই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জখম তিনজনের নাম রমজান আলি (২৭) শাজাহান আলি (২৩) ও মেহেবুব আলম (২২)। জখম তিন জনের বাড়ি মাল ব্লকের রাজাডাংগা গ্রাম পঞ্চায়েতের কাঠাম বাড়ি এলাকায়। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরঝোড়া বস্তিতে।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে ওই তিনজন পাথরঝোড়া বস্তিতে এক বাড়ির ছাদে কাজ করছিল। সেই বাড়ির উপর দিয়ে বয়ে গেছে ১১০০০ ভোল্টের বিদ্যুৎবাহী ধাতব তারের লাইন। লোহার রড বাইন্ডিং করার একটি লম্বা রড আচমকা বিদ্যুৎবাহী রাতের সাথে লেগে যায়। তাতেই ঘটে দুর্ঘটনা। তিনজন প্রচন্ড শক লেগে ছিটকে পড়ে। হাত ও শরীরের অন্যান্য অংশ পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে হাই টেনশন বিদ্যুৎ সরবরাহ তারের নিচে কিভাবে দ্বিতল বাড়ি নির্মাণ করা হচ্ছে?