মমতা নির্দেশে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে হাসপাতালে নিরাপত্তা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
মমতা নির্দেশে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাসিক মিটিয়ে জোর দেওয়া হল নিরাপত্তা ব্যবস্থার উপর। সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার মালদা মেডিকেলের প্রশাসনিক ভবন চত্বর পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক তথা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সভাপতি কৌশিক ভট্টাচার্য,জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল প্রার্থ প্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি অমিত কুমার দাঁ, ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস সহ অনান্য চিকিৎসক ও প্রশাসনিক কর্তা আধিকারিকেরা। এদিন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থ ঢেলে সাজাতে উদ্যোগ নেয় জেলা প্রশাসন ও মেডিকেল কতৃপক্ষ। হাসপাতালে তৈরী করা হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি । সেখানে থাকছে একজন সাব ইন্সেকপ্যাক্টর দুই জন অ্যাসিটেন্ড সাব ইন্সেকপ্যাক্টর সহ আরো ৮ জন পুলিশ কর্মী। এছাড়াও ১৫ জন আরো সিভিক ভলেন্টিয়ার দেওয়া হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে বসানো হচ্ছে এ্যালার্ড এলাম। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বসানো হচ্ছে এই এল্যার্ড এলাম। প্রতিটি ওয়ার্ডে থাকবে স্যুইচ মেডিকেলের পুলিশ ফাঁড়ি ও ইংরেজবাজার থানায় থাকবে এলাম। কোন দূর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে উদ্যোগী হবে পুলিশ।