সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবল বর্ষনে গাছ পড়ে ৪বাড়ি ১দোকান তছনছ ওদলাবাড়িতে

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

হেডিংঃ প্রবল বর্ষনে গাছ পড়ে ৪বাড়ি ১দোকান তছনছ ওদলাবাড়িতে। 
সংবাদদাতা, মালবাজার, ২৬ জুন।

 মঙ্গলবার রাতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে চলছিলো প্রবল বর্ষন। সেই সাথে প্রচন্ড শব্দে বাজ পড়ছিল। সেই আচমকা প্রায় শতাব্দী প্রাচীন এক কদম স্বমুলে আছড়ে পড়ে ৪টি বাড়ি ও ১টি দোকানের উপর। তছনছ হয়ে যায় বাড়ি ও দোকান। কোনক্রমে প্রানে বাঁচে বাসিন্দারা। বিদ্যুতের তার ছিড়ে পড়ে চারিদিক অন্ধকারে ছেয়ে যায়। বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিসেবা।    বিদ্যুতের তার জাতীয় সরকের উপর পড়ে থাকায় যানবাহন চলাচল থেমে যায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায়। 
জানাগেছে, মঙ্গলবার রাতে প্রবল বর্ষন চলছিল। সেই সময় ভয়ংকর শব্দে ভেঙে পড়ে বিশাল কদম গাছ রাজকুমার চক্রবর্তীর বাড়ির উপর। গাছের ডাল ঘরের চালা ভেঙে ভিতরে ঢুকে যায়। তখন ঘরের বাচ্চা কোলে নিয়ে মা ঘুমাচ্ছিলেন । ভাগ্যের জোরে প্রানে বেঁঁচে যায়। পাশাপাশি আরও ৩টি বাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।  রাজকুমার চক্রবর্তী বলেন, তখন প্রবল বর্ষন চলছিল। আচমকা গাছটি ভেঙে পড়ে। বৃষ্টির জল ঘরে ঢুকতে থাকে। গোটা রাত জেগে কাটিয়ে দেই। 
এই ঘটনায় ওদলাবাড়ি এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিসেবা বন্ধ হয়ে যায়। বুধবার দুফুর পর্যন্ত স্বাভাবিক হয়নি।