মাদক বিরোধী দিবস পালন বীরভূমের রাজনগর থানায়
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
দেশের অন্যান্য অংশের মতো বীরভূমের রাজনগর থানায়ও পালিত হল আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস। বীরভূম জেলা পুলিশ ও আবগারি দপ্তরের উদ্যোগে এবং রাজনগর থানার পরিচালনায় এই উপলক্ষে একটি র্যালি করা হল। মাদকের ভয়াবহতা রোধে ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের ৪২ তম অধিবেশনে এই তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন মাদকজাত দ্রব্যের সেবনে যুব-সম্প্রদায় লক্ষভ্রষ্ট হয়ে অন্ধকারচ্ছন্ন জগতের দিকে ধাবিত হচ্ছে। নেশার কুফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শৈশব। নেশার এই কুফল থেকে মুক্ত করতে এবং সমাজকে নেশামুক্ত করার লক্ষে প্রশাশনিক স্তরে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচারাভিযান। আজ ২৬শে জুন বুধবার মাদক বিরোধী দিবস উপলক্ষে বীরভূম জেলা পুলিশ ও আবগারি দপ্তরের উদ্যোগে ও রাজনগর থানার সৌজন্যে একটি সচেতনতামুলক একটি সাইকেল ও বাইক র্যালি করা হয়। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর তত্বাবধানে এই সাইকেল ও বাইক র্যালি রাজনগর থানা থেকে শুরু করে রাজনগর বাজার পরিক্রমা করে। ওসি সঞ্চয়ন ব্যানার্জী নিজে সাইকেল চালিয়ে এই র্যালিতে নেতৃত্ব দেন। অংশ নেন রাজনগর থানার ASI দীপঙ্কর দাস, PSI দেবাশিষ পন্ডিত, ভিলেজ পুলিশ দেবাশিষ ওঝা, বরেন সাহা, ত্রিলোচন ব্যানার্জী ও রাজনগর থানার অন্যান্য সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশকর্মীরা।