সেরান প্রজাতির মৌমাছি পালন ও প্রশিক্ষণ দিতে একটি কর্মশালা
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১১ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
সেরান প্রজাতির মৌমাছি পালন ও প্রশিক্ষণ দিতে একটি কর্মশালা।
সেরান প্রজাতির মৌমাছি পালন ও প্রশিক্ষণ দিতে একটি কর্মশালার আয়োজন করলো মালদা কৃষি বিকাশ কেন্দ্রে। কৃষি বিকাশ কেন্দ্র ও সেন্ট্রাল ইনস্টুটুট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার মালদা শাখার যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রশিক্ষণের পাশাপাশি মালদা জেলায় বিভিন্ন প্রান্তের প্রায় ৫৫ জন আদিবাসী মহিলার হাতে সেরানা প্রজাতির মৌমাছি পালনের বাক্স তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার সুব্রত মন্ডল, সেন্ট্রাল ইনস্টুটুট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার মালদা শাখার ইনচার্জ ডঃ দীপক নায়েক, অষ্ট্রেলিয়া থেকে আগত বিশেষ অতিথি রবার্ট স্কুনার ,দপ্তরের ডিরেক্টর শৈলেন্দ্র রাজন, মালদা জেলা ম্যাঙ্গ মার্চেন্ট অ্যাসোসিয়শনের সভাপতি উজ্জ্বল সাহা সহ দপ্তরের আধিকারিকেরা।
আমের জেলায় প্রথমার দপ্তরের পক্ষ থেকে ৫৫ জন আদিবাসী মহিলার হাতে মৌমাছি পালনের কাঠের বাক্স তুলে দেওয়া হয়।