সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালে শিক্ষকদের প্রতিবাদ মিছিল

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩১ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

 মালে শিক্ষকদের প্রতিবাদ মিছিল। 
সংবাদদাতা, মালবাজার, ২৫ জুন

 গতকাল কলকাতায় প্রাথমিক শিক্ষকরা সর্বভারতীয় বেতনক্রমের হারে রাজ্যে শিক্ষকদের বেতন চালু করার দাবীতে মিছিল করে ও বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভকে ঘিরে ধুধুমার বেধে যায়। পুলিশ তাদের বাধা দিলে শিক্ষকরা ব্যারিকেড ভাঙেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শিক্ষকদের উপর লাঠি চার্জ করে। পরেবিধানসভা গেটের সামনে জলকামান দিয়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করা হয়। শিক্ষকদের উপর এই অমানবিক আচরণের প্রতিবাদে মঙ্গলবার দুফুরে মালবাজার শহরে বৃষ্টি উপেক্ষা করে মিছিল সংগঠিত করে। নেতৃত্ব দেন প্রদূম্ন দাসগুপ্ত, নবীন সাহা তাপস ব্যানার্জি প্রমুখ।         শ্রী দাশগুপ্ত বলেন, গতকাল শিক্ষকদের উপর যেভাবে দমননীতি চালানো হয়। তার প্রতিবাদে আজ আমরা সমস্ত শিক্ষকরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছি।পাশাপাশি সর্বভারতীয় বেতনক্রমের হারে বেতনের দাবি করছি।