নির্বাচনে বিশৃঙ্খলার সৃষ্টি করলে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:১১ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।আর এই নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবেলা করবে।তাছাড়া নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের।আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের দিক দিয়ে আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।
শনিবার (৩ নভেম্বর) রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা নিবেদনের পর এক প্রশ্নের উওরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এর আগে মন্ত্রী ১৯৭৫ সালের কারাগারে বন্দী অবস্থায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,ক্যাপ্টেন এম.মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)এ কে এম নুরুল হুদা বলেন,এখনও নির্বাচনের দিন ঠিক হয়নি।আগামী (৪ নভেম্বর) আমরা তফসিলের বিষয়ে সিদ্ধান্তের জন্য কমিশনের সদস্যদের নিয়ে একসঙ্গে মিটিং করব।এরপর সিদ্ধান্ত অনুযায়ী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা জানুয়ারিতে।