আড়ৎ যোগানদারকে হাঁসুয়ার আঘাতে চোখ তুলে নেওয়ার অভিযোগ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৩৬ এএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
আড়ৎ যোগানদারকে হাঁসুয়ার আঘাতে চোখ তুলে নেওয়ার অভিযোগ।
রাতের অন্ধকারে আম বাগানের আম চুরির সন্দেহে টর্চ লাইট দেখানোই আড়ৎ যোগানদারকে হাঁসুয়ার আঘাতে চোখ তুলে নেওয়ার অভিযোগ উঠলো। আহত আড়ৎ যোগানদার মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার সাগরদিঘি গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত নাম স্বাধীন রায় (৩৫) ও জিতেন রায়। আহত স্বাধীন রায়, আমের মরসুমে প্রতিবছরই তারা আমের বাগান যোগান ও আরোৎ যোগানদারের কাজ করেন। সেই মতো এই বছরও যোগানদারের কাজ পায় সাগর দিঘি গ্রামে। এদিন রাত্রিবেলা আমের বাগান ও আড়ৎ যোগান দিচ্ছিল। সেই সময় অন্য বাগানের আম চুরি করে আড়তের দিকে আসছিলো। সেই সময় অন্ধকারে তাদেরকে লক্ষ্য করে টর্চ দেখালে অভিযুক্ত বিফল মন্ডল,রাম মন্ডল সহ সাত আট জন ছুটে এসে স্বাধীন রায়ের ওপর চরাও হয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনার চিৎকারে পাশ থেকে দাদা জিতেন রায় ছুটে আসলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাদের চিৎকার চেচামেচীতে বাগানের অন্যান্য যোগানদারেরা ছুটে আসতে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয়।প্রাথমিক চিকিৎসার পর জিতেন্দ্র কে ছেড়ে দেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বাধীন রায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার বাম চোখে হাঁসুয়ার গুরুতর আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে। গোটা ঘটনায় তিন অভিযুক্ত নামে মালদা ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছে আহত পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।