চোপড়ায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে সালিশি সভায় ছুরিকাহত দলীয় কর্মী
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:২৮ এএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার
চোপড়ায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে সালিশি সভায় ছুরিকাহত দলীয় কর্মী। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীই তৃণমূল কর্মীকে চাকু মেরেছে। পাল্টা সিপিএমের অভিযোগ, তৃণমূল শিশুসুলভ হাস্যকর মন্তব্য করছে। তৃণমূল বিধায়কের বাড়িতে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সিপিএম সালিশি সভায় বসতেই পারে না।তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে নিজেরাই নিজেদের লোককে চাকু মেরে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ আনছে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে একটি জমি নিয়ে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে একটি সালিশি সভায় বসে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বৈঠক শুরু হতেই দুই পক্ষের মধ্যে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়। সিপিএমের খুরশেদ আলী বিধায়ক হামিদুল রহমানের সামনে তৃণমূলের হানিফ আলম ওরফে রাজুকে চাকু মেরে দেয় বলে অভিযোগ তৃণমূলের। এই ঘটনায় জখম তৃণমূল কর্মী রাজুকে প্রথমে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে শারীরিক অবস্থার অবনতির কারণে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় চোপড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।