শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

ইটের পাঁজায় ফটো রেখে বলিদান দিবস পালিত এনিয়ে ক্ষুব্ধ নেতৃত্ব

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার | আপডেট: ০৭:৫০ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

মালবাজার

রবিবার ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিন। বিজেপির পক্ষ থেকেএই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করা হয়। সম্প্রতি নির্বাচনে ভালো ফল করার জন্য রাজ্যে সর্বত্র রবিবার বলিদান দিবস পালিত হয়। এই পালন করতে গিয়ে নেতৃত্বের ক্ষোভ ও সমালোচনার মুখে পড়ে উদ্যোগী পালন কর্তারা। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ক্রান্তি এলাকায়। জানাগেছে, স্থানীয় এক নেতার বাড়ির কাছে বাড়ি তৈরির ইট পাঁজা করে রাখা ছিল। সেই ইটের পাঁজার উপর ধুতি বিছিয়ে তার উপর ফটো রেখে বলিদান দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ক্রান্ত এলাকার নেতা কমলেন্দু দেবশর্মা, সংখ্যালঘু সেলের নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। এই কাজটি ভালোভাবে নেয়নি দলীয় নেতৃত্ব। দলের জলপাইগুড়ি জেলা পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, এভাবে বলিদান দিবস পালন করা অনুচিত কাজ হয়েছে। দল খোজখবর নিয়ে ব্যবস্থা নেবে। 

এনিয়ে আবুল কালাম আজাদ বলেন, ঘরের ভিতরে করলে কেউ জানতে বা বুঝতে পারতো না। আবার ইটের পাঁজার সামনে টেবিল রাখলে রাস্তার উপর চলে আসত। এই সমস্যার জন্য এভাবে করা হয়।