সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোটা শূন্য গ্রাম, ভুতের আতঙ্কে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

মালদা

গোটা শূন্য গ্রাম,ভূতের আতঙ্কে। কয়েকজন বাদে সকলেই ভূতের আতঙ্কে গ্রাম ছাড়া। বিজ্ঞানের যুগে এই কুসংস্কারের ঘটনা প্রকাশ্যে এসেছে মালদা জেলার একটি গ্রামে। মালদা জেলার এই গ্রামটির নাম বাসুদেবপুর। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে অবস্থিত এই গ্রামটি। বর্তমানে গ্রাম ছাড়া সকল বাসিন্দা। গ্রামে গিয়ে জানা গেল গত কয়েক মাসে এই গ্রামে বেশ কয়েকজন মারা গেছে। গ্রামবাসীদের অনুমান কোন আত্মা তাদের মেরে ফেলেছে। গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ভূতের আতঙ্ক। আর এই আতঙ্কে এক, দুই জন গ্রামবাসী করতে করতে গোটা গ্রামের মানুষই গ্রাম ছাড়া হয়ে পড়ে। শনিবার এই খবর পেয়ে মালদহের এই গ্রাম বাসুদেবপুর যান সি এম ও এইচ ২ অমিতাভ মন্ডল, পুরাতন মালদা ব্লকের জয়েন্ট বিডিও রানাদিত্য বিশ্বাস,

বি এম ও এইচ সৌভিক দাস, ভাবুক অঞ্চলের প্রধান লক্ষ্মী হাঁসদা এবং আশা কর্মীরা। তারা গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেন ভূত এবং আত্মা বলে কিছু হয় না। এটা পুরোপুরি কুসংস্কার।