ইনজুরিতে পড়ে আবারও মাঠের বাহিরে ডি ব্রুইন
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
আবারো ইনজুরির কারণে মাঠের বাহিরে ছিটকে পড়লেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। গত বৃহস্পতিবার কারাবাও কাপের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে খেলার সময় বা পায়ে আঘাত পান এই বেলজিয়ান ফুটবলার। অবশেষে জানা গেলো তার ইনজুরি বেশ গুরুতর। সিটি কোচ গার্দিওলা জানিয়েছেন, ঠিক হয়ে মাঠে ফিরতে অন্তত ৫-৬ সপ্তাহ সময় লাগবে এই প্লে-মেকারের।
মৌসুমের শুরুর দিকেই এ নিয়ে দু’বার বড় ধরণের ইনজুরির মুখে পড়লেন গেলো বছরের সিটির সেরা খেলোয়াড়। গেলো আগস্টে ট্রেনিং সেশনে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় ডি ব্রুইয়েন। তবে কিছুদিন আগে ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরলেও, আবার মাঠের বাহিরে চলে যেতে হচ্ছে তাকে। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে ৮৫ মিনিটে ফুলহ্যাম ডিফেন্ডার টিমো মেনসাহের করা ট্যাকেলে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। আর ম্যাচে ২-০ গোলের জয় পেলেও তাই কোচ পেপ গার্দিওলার মাথায় এখন চিন্তার ভাঁজ।
ইনজুরি কাঁটিয়ে ফিরতে ফিরতে বেশ কয়েকটি বড় ম্যাচও মিস করবেন ডি ব্রুইন। যেখানে রয়েছে সাউদাম্পটন, চ্যাম্পিয়ন্স লিগে শাক্তার দোনেস্ক আর প্রিমিয়ার লিগে ম্যানচেষ্টার ইউনাইটেডের সাথে গুরুত্বপূর্ণ ম্যানচেষ্টার ডার্বি। এছাড়াও প্রিমিয়ার লিগে চেলসির সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের জন্যেও এখনও পুরোপুরি নিশ্চিত নন ডি ব্রুইন।