শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত তিন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত তিন।


বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত তিন। আহত তিনজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা পুখরিয়া থানার সম্বলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট চার কাঠা জমির উপর বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে বচসার জেরে এই সংঘর্ষ। ঘটনায় দুই ভাই এবং মা গুরুতর জখম হয়। অভিযোগ ওঠে বড় ছেলে এবং তার পরিবারের বিরুদ্ধে।    
 পরিবার সূত্রে জানা গিয়েছে, নূর হোসেন(৩০) ও মতিউর রহমান(৩৫) বাড়ি তৈরির জন্য শনিবার সকালে নির্মাণ কাজের জন্য ইট ফেলছিলেন। ইট ফেলতে বাধা দেন বড় ছেলে আব্দুল কাইয়ুম। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে বচসা শুরু হয়। অভিযোগ, লাঠিসোটা নিয়ে আব্দুল কাইয়ুম এর পরিবারের সদস্যরা নূর হোসেন ও মতিউর রহমানের উপর চড়াও হয়।বাধা দিতে গেলে মা আতিয়া বিবিও জখম হন।তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। আব্দুল কাইয়ুম সহ মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মালদা পুখুরিয়া থানায়। অভিযোগ, তিন ভাইকে মোট চার কাঠা জায়গা ভাগ করে দেওয়া হয় বাড়ি তৈরি করার জন্য। দুই ভাই বাড়ি তৈরির কাজ শুরু করে।শনিবার সকালে নির্মাণ কাজের জন্য ইট ফেলা হলে এই নিয়ে শুরু হয় বচসা। তা থেকে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় মোট তিনজন গুরুতর জখম হন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুকুরিয়া থানার পুলিশ ।