নাগরাকাটায় বনকর্মীদের রক্তদান শিবির
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
নাগরাকাটায় বনকর্মীদের রক্তদান শিবির।
সংবাদদাতা, মালবাজার, ২২ জুন। জলপাইগুড়ি জেলা জুরে চলছে রক্তের সংকট। এই সংকট মেটাতে এগিয়ে এল বনকর্মী ও বনবস্তিবাসীরা।
শনিবার ওয়েস্ট বেঙ্গল সাব ওর্ডিনেট এসোসিয়েশনের উদ্যোগে নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া বনদপ্তরের ক্যমুনিটি হলে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকার বনকর্মীরা ও বনবস্তিবাসীরা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের ব্লাডব্যাংক এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে। দিনের শেষ পর্যন্ত ৭০ ইউনিট রক্ত সংগ্রহ হয়। সংগ্রীহিত রক্ত জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রদীপ কর, সম্পাদক সুশান্ত দত্ত ও মাল মহকুমা সম্পাদক রতন বরুয়া প্রমুখ।