দুই হাতির আক্রমণে ৫ বাড়ি ২ দোকান ভাঙা পড়ল বামনডাঙায়
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৯ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
দুই হাতির আক্রমণে ৫ বাড়ি ২ দোকান ভাঙা পড়ল বামনডাঙায়।
সংবাদদাতা, মালবাজার, ২২ জুন
শুক্রবার রাতে ও শনিবার ভোরে পর পর দুই বুনো দাঁতাল লোকালয়ে হানা দিয়ে ভেঙে দিল ৫টি বাড়ি ও ২টি দোকান। সব মজুত খাবার খেয়ে দুই বস্তা চাল পিঠে নিয়ে চলে গেল। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে ও খয়েরবাড়ি এলাকায়।
স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার রাত ৩ টা নাগাদ এক দাঁতাল হাতি গরুমারা বনাঞ্চল থেকে জলঢাকা নদী পেরিয়ে খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে তান্ডব শুরু করে। নুর ইসলাম, বিশাল কিস্কু ও প্রেমবাহাদুর ছেত্রীর বাড়ি ভেঙে তছনছ করে। বাড়ি রাখা চাল আটা আনাজপাতি সাবার করে। ঘন্টা দুই এভাবে তান্ডব করে আরও দুটি ঘর ভেঙে আবার বনে ফিরে যায়।
অপরদিকে অন্য এক দাঁতাল হাতি ডায়না বনাঞ্চল থেকে এসে বামনডাঙ্গা চাবাগানের ফ্যাক্টরি লাইন শ্রমিক বস্তিতে ঢুকে পড়ে। সেখানে তপন মিত্র নামের এক ব্যাক্তির ক্যান্টিনের দেওয়াল ভেঙে সব খাবার খেয়ে নেয়। এরপর ফিরে যাওয়ার সময় এক র্যাশন দোকানের সাটার ভেঙে দুই বস্তা চালপিঠে নিয়ে চলে যায়।
শনিবার সকালে বনকর্মীরা ক্ষতিগ্রস্তদের অবস্থা পরিদর্শন করেন। বনকর্মীরা জানান ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবে। প্রায় প্রতিদিন হাতির হানায় ওই এলাকার মানুষদের রাতের ঘুম চলে গেছে।