শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাকাত দলের হাতে আক্রান্ত গৃহকর্তা ও গৃহকর্তী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

ডাকাত দলের হাতে আক্রান্ত গৃহকর্তা ও গৃহকর্তী।

 

ডাকাত দলের হাতে আক্রান্ত গৃহকর্তা ও গৃহকর্তী। বুধবার গভীর রাতে ছয় থেকে সাত জনের ডাকাত দল এক বাড়িতে ডাকাতি করে বাড়ির মালিকের নাম এজাজুল হক (৩৫) পেশায় ঠিকাদারের কাজ করেন। ঘটনাটি ঘটেছে বুধবার গাজোল থানার বৈরগাছি এলাকার দেওয়ানী গ্রামে।এজাজুল হক জানান, বুধবার রাতে ডাকাতি করতে ডাকাত দলটি ছাদের উপর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। লুঠপাট শুরু করলে সে সময় হঠাৎ দেখতে পান কিছু দুষ্কৃতীদের এবং চিৎকার করে ওঠে এজাজুল হক। দুষ্কৃতির দল ধারাল ছুরি নিয়ে তার উপর চড়াও হয়। তা দেখে বাঁচাতে যায় তার স্ত্রী রেনুকা বিবি তিনিও আহত হন। তাদের সকলের মুখে কালো কাপড় মুখ বাধা ছিল। তাদেরকে চিন্তে পারা যায়নি।বাড়ি থেকে লুঠপাট করে নিয়ে যায় নগদ প্রায় দেড় লক্ষ টাকা, সোনার অলঙ্কার ও একটি মোবাইল নিয়ে চম্পট দেয়। দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর রেণুকা বিবিকে ছেড়ে দেওয়া হয়। এজাজুলের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে মালদা গাজোল থানার পুলিশ।