ফুটপাত উচ্ছেদ অভিযান ইংরেজবাজার পৌরসভার
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
ফুটপাত উচ্ছেদ অভিযান ইংরেজবাজার পৌরসভার।
ফুটপাত উচ্ছেদে অভিযানে নামল মালদা ইংরেজবাজার পৌরসভা।বৃহস্পতিবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক দখল করে বসে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ করলো ইংরেজবাজার পৌরসভা। মালদা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে উচ্ছেদ অভিযান করেন। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন মালদা বণিকসভার সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায়। পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ নিজে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন। পুলিশের উচ্চপদস্থ অফিসারেরাও উপস্থিত ছিলেন উচ্ছেদ অভিযানে। এই দিনের উচ্ছেদ অভিযানে মালদা বণিকসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা দাবি করেন পুনর্বাসনের। এদিন ভোর পাঁচটা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। রাস্তার উপর পরে থাকা আবর্জনার স্তুপও পরিস্কার করা হয় পৌরসভার উদ্যোগে। উচ্ছেদের পর নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যান ব্যাবসায়ীরা। তারাও ব্যাবসা করার জন্য বসার জায়গার দাবি জানান।ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন,গত চারদিন আগে এই নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়। এরপর মাইকের মাধ্যমে সমস্ত ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয় ফুটপাত উচ্ছেদ এর জন্য। ৩৪ নম্বর জাতীয় সড়কের দুটি রাস্তা ধরে এই ব্যবসায়ীরা বসার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হত রথবাড়ি এলাকায়। সমস্যায় পড়তে হতো জেলাবাসীকে। তাই প্রশাসনিক বৈঠক করে ব্যবসায়ীদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বসে থাকা ব্যবসায়ীদের। তিনি আরো বলেন ব্যবসায়ীদের অন্যত্র বসানোর পরিকল্পনা রয়েছে। যারা ব্যবসা করতে চান তাদের বলা হয়েছে পৌরসভায় যোগাযোগ করতে। তাদের নাম নথিভুক্ত করে অন্যত্র বসানোর পরিকল্পনা করা হবে।
উচ্ছেদ অভিযানে পুলিশ বাহিনী নিয়ে রথবাড়ী এলাকায় উপস্থিত ছিলেন, ডি এস পি বিপুল মজুমদার, ইংরেজবাজার থানার আই সি শান্তনু মিত্র সহ অন্যান্য অফিসারেরা। আরটিও দপ্তর সহ অন্যান্য দপ্তরের অফিসারেরাও এদিন সকালে রথবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন।