শিরোপা জিতেই ফিরতে চায় বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার
অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার লক্ষ্য শিরোপা। আর সেই লক্ষ্য সামনে রেখে রোববার (৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
শিরোপা নির্ধারণী এই ম্যাচকে সামনে রেখে শনিবার (৬ অক্টোবর) বাংলাদেশ দল কোনো অনুশীলন করেনি। তবে তারা সকালে ভুটানের বিপক্ষের সেমিফাইনাল ম্যাচ নিয়ে রিভিউ করে। এরপর সকালের নাস্তা সেরে প্রাতভ্রমণে বের হয়। প্রাতভ্রমণ শেষে জিমে গিয়ে রিকভারি সেশন করে। এরপর নেপাল ও ভারতের মধ্যকার প্রথম সেমিফাইনালের ময়নাতদন্ত করে বাংলাদেশ দল। সেটা শেষে কোচিং স্টাফরা ফাইনাল ম্যাচকে সামনে রেখে বিশেষ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে কাজ করেন। দলের সবাই সুস্ত্য আছে। আগামীকালকের (রোববার) ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে খেলতে মুখিয়ে তারা।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে আজ শনিবার বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই। কালকে আমাদের ফাইনাল খেলা। যেহেতু আমরা ফাইনালে উঠেছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলব। দলের সবাই সুস্থ্য আছে।’
নেপালকে সমীহ করে ছোটন বলেন, ‘নেপালও ভালো দল। সেমিফাইনালে তারা ভারতের বিপক্ষে ভালো খেলে ফাইনালে এসেছে। টাইব্রেকারে তারা ভারতের মতো দলকে হারিয়েছে। তাদের বিপক্ষে আমাদের মেয়েরা সর্বোচ্চ চেষ্টা করবে। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’
সামান্য ইনজুরির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গোল (৮টি) করা সিরাত জাহান স্বপ্না। তবে তিনি সেরে উঠেছেন। আগামীকাল নেপালের বিপক্ষে ফাইনালে খেলবেন তিনি। এ বিষয়ে কোচ বলেন, ‘স্বপ্না পুরোপুরি ফিট না থাকায় ভুটানের বিপক্ষে খেলতে পারেনি। তবে সে নেপালের বিপক্ষে ফাইনালে খেলবে। সেমিফাইনালে স্বপ্না খেলতে পারলে ম্যাচটি আরো গতি পেত। ভুটান আরো বিপদে পড়তে পারত। কিন্তু স্বপ্নার বিষয়টি চিন্তা করেই তাকে সেমিফাইনালে খেলানো হয়নি।’
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয়। পরের ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। এরপর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায়।
অন্যদিকে নেপাল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও সেমিফাইনালে ওঠে। আর সেমিফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে টাইব্রেকাওে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পায় তারা।