রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিষেধাজ্ঞা এড়িয়ে তিস্তায় পাথর তুলতে গিয়ে জলে ডুবলো অবৈধ ট্রাক

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

মালবাজার

নিষেধাজ্ঞা এড়িয়ে তিস্তা নদীতে পাথর সংগ্রহ করতে গিয়ে আচমকা জল বেড়ে যাওয়ায় জলে ডুবে গেল একটি ট্রাক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ। বিভিন্ন সুত্রে জানাগেছে, সোমবার সিকিমে মেঘভাঙা বৃষ্টি হয়। যার ফলে তিস্তা নদীতে জলচ্ছাস ঘটে। সেই জলধারা নেমে আসবে নীচের দিকে এটাই স্বাভাবিক। সেজন্য সিকিমের আবহাওয়া দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। নদীর আশেপাশের মানুষদের সতর্ক থাকতে বলা নদীতে নামতে নিষেধ করা হয়েছিল। পাথর ব্যবসায়ীদের কানে বোধহয় সেই বার্তা যায় নি। লোভ সামলাতে না পেরে মঙ্গলবার সকালে এক ট্রাক রেল ব্রিজের কাছে পাথর সংগ্রহ করতে নামে। আচমকা জলের মাত্রা বেড়ে ট্রাকটি জলে ডুবে আটকে পড়ে। ড্রাইভার ও অন্যান্যরা কোনক্রমে পাড়ে এসে বাচে। 

এমনিতেই তিস্তা নদীর ওই এলাকায় বালি পাথর সংগ্রহ করা নিষিদ্ধ। তবুও সবার নজর এড়িয়ে ট্রাক তিস্তায় নামল সে নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ প্রেমীরা। 

অপরদিকে তিস্তায় জল বাড়ায় মাল ব্লকের চাপাডাঙা গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া, সাংগো পাড়া সহ কয়েকটি জলমগ্ন হয়। ক্ষতিগ্রস্ত হয় তিস্তা বাধের স্পার। সেচ দপ্তর দ্রুত মেরামতীতে নেমেছে।