আবার লাটাগুড়ির রাস্তায় হাতির পথ অবরোধ
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
আবার লাটাগুড়ির রাস্তায় হাতির পথ অবরোধ।
সংবাদদাতা, মালবাজার, ১৭জুন
আবারও গরুমারা বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় আটকে দাড়ালো বিশাল এক দাঁতাল। চালসা থেকে ময়নাগুড়ি অভিমুখে চলে গেছে ৩১ নম্বর জাতীয় সরক। এই সরকের মধ্যে গরুমারা বনাঞ্চলের ১০ কিমি দৈঘের পথ রয়েছে। সেই পথে মাঝেমধ্যেই বুনো হাতির দিনের বেলা পথ আটাকে দাঁড়ায়। আটকে পড়ে যানবাহন। সোমবার বিকাল ৩টা এমনটা আবার ঘটল। প্রায় ২০ মিনিট রাস্তার উপর দাড়িয়ে ছিল হাতিটি। রাস্তায় হাতি দেখে অনেকে ছবি তুলতে ব্যাস্ত হয়ে ওঠে।তারপর হাতি বনাঞ্চলের ভিতর আবার ঢুকে পড়ে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বনকর্মীরা জানান, রাস্তা পারাপারের সময় অনেক সময় হাতি দাঁড়িয়ে পড়ে। আমরা নিয়মিত নজর রাখি।