মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১২ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরই উঠে গেল মালদা হাসপাতালে কর্মবিরতি আন্দোলন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরই উঠে গেল মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন। সোমবার সন্ধ্যার পর থেকে তাদের আর মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বসে থাকতে দেখা যায়নি। এ দিল বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক কে রাত থেকেই ডিউটি করতে দেখা গিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা জানিয়েছেন সোমবার রাতে কিছু জুনিয়র চিকিৎসক কাজ শুরু করেছেন মঙ্গলবার সকাল থেকে সকলেই কাজে যোগ দিবেন। পাশাপাশি তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর সভা থেকে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত পদক্ষেপের কথা বলা হয়েছে সে সব জেলার এই হাসপাতালেও কার্যকর করা হয়। হাসপাতালের সুপার অমিত দাঁ বলেন, মুখ্যমন্ত্রীর সভার পর থেকে মালদার জুনিয়ার চিকিৎসকরা আন্দোলন উঠিয়ে নিয়েছেন। তারা কয়েকজন রাত থেকে কাজ শুরু করেছেন। উল্লেখ্য মঙ্গলবার দুপুর থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছিল জুনিয়ার চিকিৎসকরা। আজ মুখ্যমন্ত্রীর সভা অবধি তারা মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বাইরে আন্দোলন চালিয়ে যায়।