মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বৈঠক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৭ এএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বৈঠক দলের দুই নব নিযুক্ত পর্যবেক্ষক ও মন্ত্রী সাধন পাণ্ডে এবং গোলাম রাব্বানি।
মালদা এসে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন দলের দুই নব নিযুক্ত পর্যবেক্ষক ও মন্ত্রী সাধন পাণ্ডে এবং গোলাম রাব্বানি। সোমবার বেলা তিনটার সময় মালদা কলেজ অডিটোরিয়ামে ওই বৈঠক করেন তাঁরা। তৃণমূলের জেলা সভাপতি মৌসম নুর, কার্যকরী সভাপতি সমর মুখারজী সহ প্রায় সব নেতা নেত্রীই হাজির ছিলেন ওই বৈঠকে। দলকে নতুন করে মানুষের কাছে নিয়ে যেতে জনসংযোগ কর্মসূচীর উপর জোর দেন দুই পর্যবেক্ষক। কীভাবে জনসংযোগ যাত্রা করা যায় তার প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হয় এদিনের বৈঠকে। এছাড়াও দলীয় কর্মীদের নির্দেশ দেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী মানুষের কাছে পৌঁছে দিতে। এদিন সকালে গৌড় এক্সপ্রেসে মালদহে আসেন তৃণমূলের দুই নতুন জেলা পর্যবেক্ষক। তাঁদের স্বাগত জানাতে এদিন স্টেশনে যান মৌসম নুর, অম্লান ভাদুড়ি সহ একাধিক তৃণমূলের নেতা কর্মী। এদিন বিকালে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধন পাণ্ডে বলেন, মানুষের সমর্থন নিয়েই একদিন যাত্রা শুরু করেছিল তৃণমূল। আমরা আবার মানুষের দরবারেই যাব। ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে ভাববেন না। মনে রাখবেন সবার উপরে দল। তাই দলের কথা ভেবে কাজ করুন। সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিন। দলীয় কর্মীদের সুশৃঙ্খল হয়ে চলার পরামর্শও দেন দুই পর্যবেক্ষক। তাঁরা বলেন নতুন জেলা সভাপতিকে মেনে চলুন। উপর তলার নেতাদের তোল্লা দিয়ে কাজ হবে না। যাঁর যা দায়িত্ব পালন করুন। দল ঠিক আপনাদের যোগ্য সম্মান দেবে। মৌসম নুর বলেন, তৃণমূলে অর্থের বিনিময়ে কেউ নেতা হয় না। কাজের ভিত্তিতে হয়। তাই দলের নির্দেশ মেনে চলুন। এদিন সভা চলাকালীন হঠাত তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী আরেক নেতা আবু নাসের খান চৌধুরির বিরুদ্ধে দলের হয়ে নির্বাচনে কাজ না করার অভিযোগ তুলেন। ফলে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা তৈরি হয় সভার মধ্যে। পরে মৌসম নুর বলেন, এইসব ছোটোখাটো ব্যাপার। দল ঐক্যবদ্ধই আছে।