শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবর বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও বিক্ষোভ প্রদর্শন শিক্ষকদের

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার

মালদা

পুরাতন মালদা আদিনা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক কে শিক্ষকদের নিরাপত্তার জন্য ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষকেরা। এর ফলে আদিনা চক্রের দপ্তর উত্তাল হয়ে ওঠে। জানা যায় গত শুক্রবার পুরাতন মালদা মহিষবাথানি অঞ্চলের বরকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ঝায়ের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করে এবং দিতে রাজি না হওয়ায় ওই প্রধান শিক্ষকের উপরে এলাকার বেশ কিছু ব্যক্তির প্ররোচনায় এবং উর্

ফারমিলা বিবি নামে এক মহিলার নেতৃত্বে হামলা চালায় তার ফলে ওই স্কুলের প্রধান শিক্ষক রাজিব ঝায়ের মাথা ফেটে যায়। এই বিষয়ে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় কিন্তু ঘটনার তিন দিন কেটে গেলেও কোন সূরাহা হয়নি এবং আদিনা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকারকে ঘটনার দিন বারবার টেলিফোন করা সত্ত্বেও তিনি আক্রান্ত শিক্ষকের টেলিফোন ধরেন নি এমনকি হোয়াটস্যাপ মারফত ছবি এবং মেসেজ পাঠালেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই এই দিন সোমবার আদিনা সার্কেলের সমস্ত স্কুলের শিক্ষকরা আদিনা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকারকে ঘেরাও করে শিক্ষকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এই দিনের বিক্ষোভে প্রায় আড়াইশো জন শিক্ষক অংশ নেয়, তাদের দাবি যে বর্তমান পরিস্থিতিতে প্রায়ই শিক্ষকেরা নানা অজুহাতে নানা ভাবে আক্রান্ত হচ্ছে ,শিক্ষকেরা নিরাপত্তা হীনতায় ভুগছে এবং এই অবর বিদ্যালয় পরিদর্শক এত বড় ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কোন ধরনের পদক্ষেপ নেন নি ,তাই শিক্ষকদের দাবি যতক্ষণ না উনি আজকে এই ঘটনাস্থলে মালদা থানার আইসি কে ডেকে ওই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার না করিয়েছে ততক্ষণ তারা অবস্থান বিক্ষোভে অনড় থাকবে ।শেষ পাওয়া খবর পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে এ বিষয়ে আক্রান্ত প্রধান শিক্ষক রাজীব ঝা জানান যে মিড ডে মিলের টাকা তছরুপের মিথ্যা অভিযোগ এনে ওই এলাকার কিছু ব্যক্তি কিছু মহিলাকে উসকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে মোটা টাকা দাবি করে সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়েছে ।যদিও এ বিষয়ে আদিনা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।