শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

মোহঃ নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৫ এএম, ১৭ জুন ২০১৯ সোমবার

হরিশ্চন্দ্রপুর 

হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করল আরা মোর্ডান প্যাথলজি।বিভিন্ন গ্রামের প্রায় পাঁচশো লোকের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, সুগার পরিক্ষা করা হয় ।তার সঙ্গে চলতে থাকে স্বেচ্ছায় রক্তদান ।এলাকার পঞ্চাশ জন তরুণ স্বেচ্ছায় রক্তদান করেন । রক্তদাতাদের কলা, ডিম, পাউরুটি, দুধ ও ব্রিয়ানি দেওয়া হয়।

 

রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার প্রধান উদ্যোক্তা ডাক্তার জমিউল বলেন ‘রক্তদান জীবন দান। কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। অথচ রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা এখনও আমাদের মধ্যে গড়ে ওঠেনি সে ভাবে। প্রতি দিন বিশ্বে রক্তের অভাবে বহু মানুষের প্রাণ গেলেও সুস্থ মানুষেরা অনেকেই রক্তদান সম্পর্কে ভুল ধারণা, ইতস্তত ভাব কাটিয়ে উঠতে পারেননি। রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১৪ জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনর ডে পালিত হয় সারা বিশ্বে। ২০০৪ সাল থেকে প্রতি বছর এই দিন পালিত হচ্ছে রক্তদাতা দিবস। এই বছর দুর্ঘটনা বা জরুরিকালীন অবস্থায় রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ বার্তা- গিভ ব্লাড, গিভ নাউ, গিভ অফেন।

রক্তদানের ভয় কাটাতে জেনে নিন কী ভাবে নিজেকে প্রস্তুত করবেন

রক্তদানের আগে

• বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খান। যেমন রেড মিট, মাছ, ডিম, বিনস, পালং শাক, সিরিয়াল, কিসমিস।

• রক্ত দেওয়ার আগের রাতে ভাল করে ঘুমোন।

• রক্তদানের আগে অন্তত ৫০০ মিলিলিটার জল খান।

• রক্তদানের আগে স্বাস্থ্যকর খাবার খান। ফ্যাটি খাবার যেমন ভাজা বা তৈলাক্ত খাবার, আইসক্রিম এড়িয়ে চলুন।

• যদি আপনি শুধু অনুচক্রিকা দান করেন তা হলে মনে রাখবেন রক্তদানের অন্তত দু’দিন আগে থেকে আপনার শরীর সম্পূর্ণ অ্যাসপিরিন ফ্রি রাখতে হবে।

• অবশ্যই নিজের ডোনার কার্ড, আইডেন্টিটি কার্ড সঙ্গে রাখুন।

এই বছর নিজেদের প্রচারে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখুন সেই ভিডিও

রক্তদানের সময়

• এমন পোশাক পরুন যাতে সহজে পোশাকের হাতা গুটিয়ে কনুইয়ের উপর তুলে নেওয়া যায়।

• যদি আপনার কোনও হাত থেকে রক্ত দিতে বেশি সুবিধা হয়, তা হলে তা চিকিত্সককে জানান ও ধমনী খুঁজে পেতে সাহায্য করুন।

• রক্ত দেওয়ার সময় একদম রিল্যাক্সড থাকুন। গান শুনে, কিছু পড়ে বা অন্য দাতাদের সঙ্গে কথা বলে রিল্যাক্সড রাখতে পারেন নিজেকে।

• হাতে কিছুটা সময় রাখুন। রক্ত দেওয়ার পরই স্ন্যাক্স, পানীয় খেয়ে রিল্যাক্স করুন।

রক্তদানের পর

• আগামী ২৪ ঘণ্টায় ৪ গ্লাস জল খান।

• রক্তদানের পর লাগিয়ে দেওয়া স্ট্রিপ ব্যান্ডেজ অন্তত কয়েক ঘণ্টা রাখুন।

• ত্বকের র্যাশ এড়ানোর জন্য ব্যান্ডেজ খোলার পর ভাল করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিন।

• ওই দিন ভারী কিছু তুলবেন না বা এক্সারসাইজ না করাই ভাল।

• যদি সূঁচ ফোটানো জায়গা থেকে রক্তপাত হতে থাকে তা হলে ক্ষতের উপর চাপ দিয়ে হাত সোজা করে ৫-১০ মিনিট উপরের দিকে তুলে রাখুন। যতক্ষণ না রক্তপাত বন্ধ হচ্ছে।