সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলায় পাকিস্তানকে সমর্থন করলেই গ্রেপ্তার

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৬ জুন ২০১৯ রোববার

ভারত পাকিস্তান ম্যাচে কেউ পাকিস্তানকে সমর্থন করলে বা পাকিস্তানের পতাকা ওড়ালে তাকে রাষ্ট্রদোহী হিসেবে ঘোষণা করা হবে।  হতে হবে কড়া শাস্তির সম্মুখীন। এমনই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ্‌। আজ বিশ্বকাপ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্থান মুখোমুখি হচ্ছে। এনিয়ে বরাবরই ম্যাচ চলাকালীন চরম উৎসাহ উদ্দিপনা দেখা দেয়। সারা ভারত জুড়ে। অনেকেই সেদিন পাকিস্তানেরও সমর্থন করে থাকেন। যদিও ওইসব সমর্থকরা বিষয়টি খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। কারণ বিভিন্ন খেলা চলার সময় অনেকে বাইরের দেশেরও সমর্থন করে থাকেন এবং বিষয়টিকে রাজনৈতিক রঙ দিতে তাঁরা নারাজ। কিন্তু তাদের সেসব যুক্তিকে তোয়াক্কা না করে অমিত শাহের হুমকি পাকিস্তান ভারতের শত্রু। সুতরাং ভারতে থেকে পাকিস্তানকে কোন মতেই সমর্থন করা যাবেনা। কেউ যদি কোথাও পাকিস্তানের পতাকা ওড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। অমিত শাহ জানিয়েছেন এখানে থাকবে, এখানে খাবে আর পাকিস্তানের গুনগান গাইবে সেটা মানা হবেনা। এর আগে ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন অনেককেই পাকিস্তানি পতাকা ওড়াতে দেখা গেছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট করে। সেটা আর করতে দেওয়া হবেনা। সেটা করলে তাকে দেশদ্রোহী হিসেবে গ্রেপ্তার করা হবে। সোশ্যাল মিডিয়ার ওপরও সরকারীভাবে নজর রাখা হবে। এজন্য একটি সরকারী বিশেষ টিম সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখবে।