বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
পুষ্পপ্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার
বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
সংবাদদাতা, মালবাজার, ১৫ জুন। হাইটেনশন বিদ্যুতের তার ছিড়ে পড়ে তরিৎপিষ্ট চারটি পুর্নবয়স্ক গরুর মৃত্যু হলো। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের বন্ধ চাবাগান ধরনীপুর চাবাগানের পানিঘটা লাইন শ্রমিক বস্তি এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে, ওই এলাকায় বিরাট এক গোচারণ ভুমি রয়েছে। প্রতিদিন আশেপাশের শ্রমিক বস্তির মানুষরা এখানে গরু চড়ায়। ওই গোচারণভূমির উপর দিয়ে বয়ে গেছে ১১০০০ ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। শনিবার সকালে অন্যান্যদিনের মতো এই মাঠে কয়েকজন রাখাল প্রায় ৭০ থেকে ৮০ গরু নিয়ে মাঠে চড়াতে আসে। আচমকা বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে মাটিতে পড়ে। সেই তারের সাথে ছোয়া লাগতেই চারটি পুর্নবয়স্ক গরু ঘটনাস্থলেই মারা যায়। অন্যান্য গরু গুলি পালিয়ে যায়। গরু চড়াতে আসা রাখাল প্রদীপ বাগাটর জানায়, আমি প্রতিদিনের মতো চ্যাংমারি চাবাগান থেকে গরু চড়াতে এসেছিলাম। আচমকা পড়ে থাকা তারের ছোয়া লাগতেই চারটি গরু মরে যায়। আমরা ভয়ে ওই এলাকা ছেড়ে চলে আসি। স্থানীয় শ্রমিকবস্তির বাসিন্দা প্রীতি এক্কা, অমরাম বরা, রাকেশ ঠাকুর ও পরিমল নায়েক বলেন, আমরা চাবাগানে কাজ করি। সামান্য মজুরি পাই। বিকল্প রোজকারের জন্য গরু ছাগল পালন করি। আমাদের এই গরুগুলো মারা যাওয়ায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎবন্টন কোম্পানির উচিত আমাদের ক্ষতিপুরনের ব্যবস্থা করা।